পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান পুলিশ সমবায় সমিতি লিঃ এর নাম পরিবর্তন পূর্বক বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে পরিচিতি লাভ করে।
৫২ বছর যাবৎ এই সোসাইটি লাভজনকভাবে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রীয় সম্মানসহ সমবায়ের মাধ্যমে দেশ গঠনমূলক তৎপরতায় (জাতীয় সমবায় পুরস্কার ১৯৮৫) প্রাপ্ত হন। বর্তমানে সোসাইটির অনুমোদিত শেয়ার মূলধন ১০ কোটি টাকা। সোসাইটিতে বর্তমানে লক্ষাধিক গ্রাহক রয়েছে। এই লক্ষাধিক গ্রাহকদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে কম্পিউটার পদ্ধতিতে শেয়ার লভ্যাংশ প্রদান ও সকল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। উক্ত সোসাইটির ধারাবাহিক উন্নেয়নের লক্ষ্যে কর্মরত কর্মকর্তা/কর্মচারী দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠান পরিচালনার লক্ষ্যে প্রতি তিন বছর অন-র অন-র নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মধ্য থেকে ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠিত হয়।
বর্তমান পরিচালনা পর্ষদ পলওয়েল এর ব্যবসা সমপ্রসারণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছেন।